চট্টগ্রামে ইডিএম নিয়ে আলোচিত তরুণ আলাভি

চট্টলা ডেস্কঃ বর্তমান সময়ে ইয়াং জেনারেশন কাছে বহুল আলোচিত মিউজিক হলো জনরার টেকনো ভার্সনে ইডিএম (ইলোক্ট্রনিক ডান্স মিউজিক)।

এই ইডিএম মিউজিক নিয়ে দীর্ঘদিন চর্চা করে যাচ্ছে চট্টগ্রামের প্রতিভাবান ইউটিউভার ও মিউজিক কম্পোজার আলাভি ফরহাদ। গতানুগতিক ধারার নির্মান হওয়া মিউজিক ভিডিওর পরিবর্তন এনে সে তার নিজস্ব স্টাইলে তৈরী করে যাচ্ছে ইডিএম মিউজিক ভিডিও।

১৯৮০ থেকে ১৯৯০ দশকের শেষের দিকে রেভিংয়ের উত্থান, পাইরেট রেডিও এবং ক্লাবের সংস্কৃতিতে আগ্রহ বাড়াতে দেখা যায়। ইউরোপসহ অন্যান্য মহাদেশে মূলধারায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ইডিএম। পরবর্তীতে, নতুন সহস্্রাব্দে ২০০০ দশকে অষ্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী ইডিএম’র জনপ্রিয়তার সাথে বাংলাদেশও ইডিএম’র জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি আলাভি ফরহাদ চট্টলা টিভির প্রতিবেদনের বেকগ্রাউন্ড মিউজিক কম্পোজার হিসেবে কাজ করে যাচ্ছে।

চট্টলা টিভির পক্ষথেকে আমরা তার এই প্রতিভাকে স্বাগত জানাই।