গাড়ি ও পথচারীদের টার্গেট করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো এঁরা !

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড এলাকায় গাড়ি ও পথচারীদের টার্গেট করে ডাকাতির প্রস্তুতির সময় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুলিয়ারচর পেট্রোল পাম্পের পূর্ব পাশে ফ্রান্সিস রোডের মুখ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ছয়টি টিপ ছোরা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন— মো. বাবলু (২৮), মো. আল আমিন (২২), মো. আরাফাত (২৫), মো. আরমান হোসেন (২০), মো. সুরুজ (১৯) ও মো. দেলোয়ার হোসেন (২৬)।

সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, রমজানে রাতের বেলায় নগরের বিআরটিসি ও সিআরবিগামী এবং স্টেশন রোড ও রিয়াজউদ্দিন বাজার কেন্দ্রিক যাতায়াতকারী গাড়ি ও পথচারীদের ছিনতাই ও ডাকাতির টার্গেট করেছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে পলোগ্রাউন্ড এলাকার কুলিয়ারচর পেট্রোল পাম্পের পূর্ব পাশের ফ্রান্সিস রোডের মুখে রাস্তা থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এসময় অজ্ঞাত ছয় থেকে সাতজন আসামি দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।