চট্টগ্রামে গণমাধ্যমকর্মীদের সাথে অ্যাসোসিয়েশন অব অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনালের মত বিনিময় অনুষ্ঠিত

হুমায়ুন কবীর হীরুঃ সংবাদ মাধ্যম ও সংবাদকর্মী রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ও জাতির বিবেক হিসেবে পরিচিত। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীদের সঙ্গে মানবতার কল্যাণে কাজ করার উদ্দেশ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১২ই ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় নগরীর জিইসি মোড়ে অভিজাত রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক সংগঠন “এসোসিয়েশন অব অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল ” এর চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে সাংবাদিকদের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির ছিলেন জেলা গভর্নর (বাংলাদেশ,চট্টগ্রাম জেলা-১০৩৪) লায়ন জাফর উল্যাহ।

তিনি তার বক্তব্যে বলেন, দেশ ও মানবতার কল্যাণে ব্যয় করে আমি আত্মতৃপ্তি পাই, তাই দীর্ঘ বছর ধরে মানবিক কাজে ব্যয় করি, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার কল্যাণে কাজ করার জন্যই অ্যাসোসিয়েশন অব অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল সংগঠন গঠিত হয়েছে। মানবতার সেবা করাই বড় ধর্ম। তাই আসুন আমরা সকলে মিলে জাতি, ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে গিয়ে, এসোসিয়েশন অব অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল’র ছায়া তলে এসে মানবতার কল্যাণে এগিয়ে আসি।

উক্ত সভায় সাংবাদিক এম.এ.আশরাফ উদ্দীন এর সঞ্চালনায় ও রোটারিয়ান ওসমান ফারুক এর সভাপতিত্বে, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রধান রোটারিয়ান এস.এম.আজিজ।

প্রধান বক্তার রোটারিয়ান এস.এম.আজিজ বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও (কোভিট১৯) করোনা’র এই কঠিন ক্রান্তিলগ্নে দেশের প্রত্যন্ত অঞ্চলের ভালো-মন্দ খুঁটিনাটি সব বিষয়ে সাংবাদিকগণই নিরলস ভাবে ভূমিকা রেখে চলেছে। তাই সেই বাংলাদেশের গর্বিত সদস্য সংবাদ কর্মীদের সাথে মানবিক ও মানবতার কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। দীর্ঘ বছর ধরে আমি মানবিক ও মানবতার কল্যাণে কাজ করে আসছি।

তারই ধারাবাহিকতায় উক্ত সংগঠনের সাথে আমাকে যুক্ত করায়, আমি মানবতার কল্যাণে কাজ করার জন্য আরো এক ধাপ এগিয়ে যেতে পারবো বলে আশা করছি।

আয়োজিত মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মহিউদ্দিন আরিফ (বিজয় টিভি), মোঃ জুনায়েদ হাসান ( সম্পাদক, শুভ সকাল নিউজ) , হুমায়ুন কবির হিরু ( দৈনিক গণকন্ঠ), রিয়াজ উদ্দিন ( দ্যা ডেইলি স্টেট) , মোস্তফা জাহেদ ( চট্টগ্রাম প্রতিদিন), আব্দুল আওয়াল মুন্না ( চ্যানেল এইচ ডি), মাহবুবুর রহমান (শুভ সকাল নিউজ) , সাইফ উদ্দিন রমিজ ( জনতা টিভি), বিধান দাস রহুল ( স্বাধীনতা ৭১ টিভি), মঞ্জুর আলম সোহেল ( ডেইলি অবজারভার) , ইকবাল হোসেন ( দি বাংলাদেশ টুডে), আব্দুল গফুর ( দৈনিক চতুর্দিক), ও মুনমুন আহমেদ( দি বাংলাদেশ টুডে) প্রমুখ।