নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাস্থ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আধুনিকায়ন কাজ চলমান রয়েছে।
২২ আগস্ট রোববার বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ কার্যালয়ে সিভিল সার্জনের নতুন কক্ষ উদ্বোধন করেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।
উদ্বোধনের পর দেশ ও জাতির মঙ্গল কামনায় মুনাজাত করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. সেখ ফজলে রাব্বি, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোঃ নুরুল হায়দার, এমওসিএস ডা. ওয়াজেদ চৌধুরী অভি, সিনিয়র মেডিকেল অফিসার ডা. নওশাদ খান, ডা. রুমি দাশসহ সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, স্বাস্থ্য সেবার মানোন্নয়নে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি যথেষ্ট আন্তরিক। কোভিডকালীন এ সময়ে সিভিল সার্জনের নেতৃত্বে জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর ডাক্তার, নার্স-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। ফলে জেলায় করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমরা সকলে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা যুদ্ধে জয়ী হবো।