জেলা প্রশাসনের উদ্যোগে ‘স্মার্ট ভূমি সেবা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম জেলা’স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩ এর আওতায় জেলা প্রশাসন চট্টগ্রামের আয়োজনে ‘স্মার্ট ভূমি সেবা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ মার্চ) জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জোনাল সেটেলমেন্ট অফিসার আফিয়া আখতার, চট্টগ্রাম জেলা রেজিস্টার, সকল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি), সাব- রেজিস্টার ও উদ্যোক্তাগণ এবং সাংবাদিক সহ সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

কর্মশালায় উপস্থিত ব্যক্তিবর্গ ৫ টি গ্রুপে বিভক্ত হয়ে ‘ভূমি সেবা’ স্মার্ট করতে তাদের আইডিয়া উপস্থাপন করেন। তাদের উপস্থাপনায় ‘স্মার্ট ভূমি সেবা’ বাস্তবায়নে করণীয় ও বেশ কিছু উদ্ভাবনী পরামর্শ উঠে আসে।