200MP ক্যামেরা সহ MI 12 সিরিজ স্মার্টফোন লঞ্চ: ফিচার ফাঁস

তথ্য ও প্রযুক্তি ডেস্ক :

  • Mi 12 স্মার্টফোন সিরিজে থাকতে পারে 200MP মেইন ক্যামেরা
  • Mi 12 স্মার্টফোন সিরিজে আসতে পারে দুটি মডেল। Mi 12 এবং Mi 12 Ultra স্মার্টফোন
  • Mi 12 Ultra স্মার্টফোনেও থাকতে পারে 50MP আলট্রা ওয়াইড ক্যামেরা
  • নতুন Mi 12 সিরিজের স্মার্টফোন এবছর টেক মার্কেটে লঞ্চ হতে পারে। এমন তথ্যই লিক হয়েছে বলা জানা গিয়েছে সূত্রের তরফে। যদিও এখনও অবধি জানা যায়নি যে শাওমি ব্র্যান্ড Mi ব্র্যান্ডিংকে বন্ধ করে দেবে কিনা। তবে সূত্রের তরফে এই নতুন স্মার্টফোন মডেলের বেশ কিছু ফিচার লিক হয়েছে। সূত্রের তরফে জানা গিয়েছে যে নতুন এই Mi 12 স্মার্টফোন সিরিজে আসতে পারে দুটি মডেল। Mi 12 এবং Mi 12 Ultra স্মার্টফোন। দুটি মডেলেই থাকতে পারে আপগ্রেডেড ক্যামেরা ফিচার ও উন্নতমানের ডিটেলস।
  • Mi 12, Mi 12 Ultra স্মার্টফোন মডেলের সম্ভাব্য ফিচার
  • XiaomiUI-র টেলিগ্রাম রিপোর্ট অনুসারে Mi 12 স্মার্টফোন সিরিজে থাকতে পারে 200MP মেইন ক্যামেরা। এছাড়া এ বিষয়ে আরও বলা হয়েছে যে Mi ব্র্যান্ডের পরবর্তীকালের অন্যান্য স্মার্টফোনেও থাকবে 200MP মেইন ক্যামেরা। যার মধ্যে Mi 12 Ultra স্মার্টফোন অন্যতম।