IOS ১৫ এবং IPADOS ১৫ ফিচার লঞ্চ আজ

তথ্য ও প্রযুক্তি ডেস্ক :

Apple-এর নতুন আপডেট iOS 15 অপারেটিং সিস্টেম আজ থেকে ইউজারেরা ডাউনলোড করতে পারবেন। আইফোন ইউজারদের iOS অপারেটিং সিস্টেম 14.8 আপডেট করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও iPad OS 15 সফটঅয়্যার আপডেটও পাওয়া যাবে অ্যাপেলের বিভিন্ন ট্যাবলেটের ফ্ল্যাগশিপগুলির জন্য। নতুন আপডেটের পরে iPad ডিভাইসের হোম স্ক্রিনে বদল ঘটবে এবং মাল্টিটাস্কিং ফিচার আরও বেশি স্মুথ ও ইউজার ফ্রেন্ডলি হবে।

ভারতে আজ রাত 10:30 থেকে অ্যাপেলের আপডেটেড অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যাবে। আসুন দেখে নেওয়া যাক অ্যাপেলের কোন কোন ডিভাইসের এই আপডেট মিলবে।

এই iPhone ডিভাইসে পাওয়া যাবে iOS 15 আপডেট:

iPhone 13 iPhone 13 Mini iPhone 13 Pro iPhone 13 Pro Max iPhone 12iPhone 12 MiniiPhone 12 Pro iPhone 12 Pro Max iPhone 11iPhone 11 Pro iPhone 11 Pro Max iPhone XS iPhone XS Max iPhone XR iPhone X iPhone 8 iPhone 8 Plus iPhone 7 iPhone 7 Plus iPhone 6S iPhone 6S Plus iPhone SE (first and second generation)iPod Touch (seventh generation)

iOS 15 এ কী কী ফিচার পাওয়া যাবে:

নতুন ফেসটাইম (FaceTime) ফিচার

আইফোনের নতুন সফটওয়্যার আপডেটে ফেসটাইম ফিচারকে আরও উন্নত করে তোলা হয়েছে। এই প্রথম অ্যান্ড্রয়েড ও কম্পিউটার ইউজারেরাও ফেসটাইমে যুক্ত হতে পারবে। আইফোনের আইমেসেজ ফিচারেও অনেক বিশেষ বিষয় যুক্ত হয়েছে। যার ফলে হোয়াটসঅ্যাপের মতই ট্র্যাক লিঙ্ক ও ফটো পাঠানো হবে আরও সহজ।

ট্যাগ (Add tag) ফিচার

আইফোনের নতুন সফটওয়্যার আপডেটে নোটসকে বিভিন্ন সাবজেক্টকে ক্যাটেগরিতে ভাগ করবার জন্য এসেছে নতুন ট্যাগ ফিচার। ট্যাগ ব্রাউজারের মাধ্যমে সমস্ত ট্যাগকে একই জায়গায় দেখা যাবে। যার ফলে ডিভাইসের সমস্ত কাজকর্ম আরও সহজে করা যাবে। স্মার্ট ফোল্ডারে ট্যাগের ওপর ভিত্তি করে এক জায়গাতেই দেখা যাবে অটোমেটিক্যালি প্লেস নোটস যা কোনো কাজকে আরও সহজ করে তুলবে।

নতুন Alert সাউন্ড ফিচার

iOS 15 আপডেটে ডিভাইসের মিউট বাটনে ট্যাপ করলে শোনা যাবে অ্যালারট সাউন্ড । এই ফিচার ইউজারদের ট্র্যাকিং পিক্সেলকে ব্লক করতে সাহায্য করবে। এই পিক্সেলগুলি বিশেষত ইমেইলের সঙ্গে লুকিয়ে থাকে এবং মার্কেটারদের অ্যালাউ করে বুঝতে যে কোনো ইমেইল ইউজার ওপেন করেছিল কিনা বা করলেও তা স্ক্রিনে কতক্ষন ওপেন ছিল।

ফোকাস (Focus) ফিচার

iOS 15 অপারেটিং সিস্টেমের আপডেটের আরও একটি উল্লেখযোগ্য ফিচার হল ফোকাস (Focus) ফিচার। এটি হল এমন একটি বিশেষ টুল যা ইউজারদের অ্যালাউ করবে সেই মুহূর্তে ইউজার যা কাজ করছেন তা অনুযায়ী নোটিফিকেশন সেট করতে । ইউজার নিজের ব্যাস্ততা বা কাজের অবস্থার ওপর ভিত্তি করে ঠিক করতে পারে যে সেই মুহূর্তে কোনো নোটিফিকেশন এলে মোবাইল কি ভাইব্রেট করবে নাকি জোরে বেজে উঠবে না এক্কেবারে সাইলেন্ট থাকবে। এছাড়াও ফোকাস ফিচার ইউজারের আইমেসেজে থাকা কন্ট্যাক্টদের জানিয়ে দেবে যে ইউজার কেন তাদের ফোন বা মেসেজের উত্তর দিতে পারছেন না।

ইমোজি( Emoji)ফিচার

নতুন আইওএস আপডেটে ইউজারদের জন্য নিয়ে আসা হবে 100 টির বেশি ইমোজি কম্বো।বিশেষ অ্যাপেল ম্যাপস (Apple Maps) ফিচার অ্যাপেল ম্যাপসের নতুন ফিচারে ইউজারেরা এখন থেকে সরাসরি কোনো নির্দিষ্ট সময়ে কোথাও পৌঁছানোর জন্য স্পেসিফিক ডিরেকশনের অ্যাক্সেস পেতে পারবে।

আনলিমিটেড আইক্লাউড(iCloud) স্টোরেজ ফিচার

iOS 15 ভার্সনে আপডেটের পর আইক্লাউডে পাওয়া যাবে আনলিমিটেড স্টোরেজ ফিচার। কেউ যদি নতুন কোনো আইফোন কিনে সমস্ত ফাইল ট্রান্সফারের কথা ভেবে থাকে তবে তাকে আর স্টোরেজ সংক্রান্ত বিষয় নিয়ে ভাবতে হবে না। ব্যবহার করা যেতে পারে আইক্লাউডের এই আনলিমিটেড স্টোরেজ ফিচার।

লাইভ টেক্সট ফিচার

আইফোনের নতুন আপডেটে ইউজার ফটো থেকে সরাসরি টেক্সট কপি বা পেস্ট করতে পারবেন।

চুরি হয়ে যাওয়া ফোন ট্র্যাকের ফিচার

আইফোন চুরি হয়ে গেলে তার লোকেশন ট্যাক করতে সাহায্য করবে এই ফিচার। এমনকি লোকেশন অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হলেও ট্র্যাক করা যাবে হারিয়ে যাওয়া ফোনকে। এছাড়াও কেউ চুরি হয়ে যাওয়া ফোন কিনতে বা বিক্রি করতে চাইলে হেলো স্ক্রিনে দেখা যাবে যে স্ক্রিন লক, মোবাইলকে ট্র্যাক করা যাচ্ছে।