তথ্য ও প্রযুক্তি ডেস্ক:
আগামী মাসে বাজারে আসছে চলেছে আইফোনের ত্রয়োদশ সংস্করণ। তার আগেই আইফোন ১৩-কে (iPhone 13) ঘিরে নানা জল্পনা ছড়িয়েছে। তাতে নয়া সংযোজন করলেন অ্যাপল বিশেষজ্ঞ মিং চি কুও (Ming-Chi Kuo)।
তাঁর দাবি, মোবাইল নেটওয়ার্ক না থাকলেও কল করতেে পারবেন আইফোন ১৩-র ব্যবহারকারীরা। বস্তুত লো-আর্থ-অরবিটের স্যাটেলাইট ফোন আনতে চলেছে অ্যাপল (Apple)।