কর্ণফুলী প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী থেকে জাল পাসপোর্টসহ মোহাম্মদ হোসাইন (৩৫) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে তিনটি জাল পাসপোর্ট জব্দ করা হয়।
মঙ্গলবার (৭ আগস্ট) উপজেলার মইজ্জ্যারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হোসাইন কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বাসিন্দা জানালেও পুলিশ জানায়, ভুয়া তথ্য দিয়ে রোহিঙ্গাদের জন্য পাসপোর্টগুলো তৈরি করা হয়েছে। ২০১৭ সালে ইস্যু হওয়া পাসপোর্টগুলো নিয়ে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার চেষ্টা করেছিল গ্রেপ্তার হোসাইন।
এদিকে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ‘পাসপোর্টগুলোতে দেওয়া ঠিকানা অনুযায়ী খোঁজ নেয়া হয়েছে। সেই নামে কাউকে পাওয়া যায়নি। ভুয়া ঠিকানা ব্যবহার করে পাসপোর্টগুলো তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।’