নোয়াখালীতে পূজামণ্ডপ ভাঙচুরের মামলায় যুবদলের ২ নেতা গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি:

জেলার বেগমগঞ্জের চৌমুহনীতে পূজামণ্ডপ ভাঙচুরের অভিযোগে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনকে আসামি করে ৯৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রবিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় চৌমুহনী পুলিশ ফাঁড়ির এসআই জামাল হোসেন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন।

এ মামলায় জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনকে তিন নম্বর আসামি করা হয়েছে। পাশাপাশি একই অভিযোগে করা আরেক মামলায় সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও হাতিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আমির হোসেন আমিরকে গ্রেফতার করেছে পুলিশ।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান শিকদার বিষয়টি নিশ্চিত করেন।

হাতিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, হাতিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আমির হোসেন আমিরকে সোমবার ভোরে বুড়িরচর ইউনিয়নের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

হাতিয়ায় পূজামণ্ডপ ভাঙচুরের ঘটনায় করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হক বলেন, রবিবার রাত দেড়টায় বেলাল হোসেন সুমনকে নিজ বাড়ি থেকে জেলা পুলিশের টিম গ্রেফতার করেছে।