শোক দিবসে মেরিন ফিশারিজ একাডেমির দোয়া মাহফিল ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মেরিন ফিশারিজ একাডেমি কর্তৃক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগষ্ট রবিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় শেখ মুজিব থেকে জাতির পিতা হওয়া ও ১৫ আগস্ট ১৯৭৫ সালের কাল রাত্রির উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ, নৈতিকতার ও সফল নেতৃত্বের উপর আলোচনা করেন অত্র একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিম মকসুদ, (জি), বিসিজিএম, পিএসসি, বিএন।

এছাড়াও একাডেমির ক্যাডেটে ক্যাপ্টেন এস. এ সালেহীন, প্রশাসনিক অফিসার, জনাব জিয়াউল হক এবং সিনিয়র ইন্সট্রাক্টর (নেভিগেশন), লেঃ কমান্ডার এম হাসানুজ্জামান, (এনডি), বিসিজিএম, পিএসসি, বিএন বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর উপর গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানের সার্বিক সঞ্চালন করেন অত্র একাডেমির জুনিয়র ইন্সট্রাক্টর (মেরিন), জনাব মোঃ এমদাদ উল্লাহ্।