২২ ওমরাহ যাত্রী নিয়ে চট্টগ্রাম ছাড়ল বিমান দেড় বছর পর

নগর প্রতিবেদক :

দীর্ঘ দেড় বছর পর ওমরাহ পালনের উদ্দেশ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন ২২ জন। 

রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ওমরাহ পালনদের নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ছেড়ে গেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার ফরহাদ হোসেন খান জানিয়েছেন, ওমরা পালনকারী ২২ যাত্রী নিয়ে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম বিমানবন্দর থেকে একটি ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

তিনি আরও বলেন, সৌদি সরকারের নানা বাধ্যবাধকতায় এতোদিন ওমরাহ যাত্রী নিয়ে কোনো ফ্লাইট ছেড়ে যায়নি।

উল্লেখ, করোনার কারণে ২০২০ সালের ফেব্রুয়ারির ২৪ তারিখ থেকে বিদেশিদের জন্য ওমরাহ হজ পালনে নিষেধাজ্ঞা জারি করে সৌদিআরব সরকার। গত মাসে সেই নিষেধাজ্ঞা তুলে নিলে ৯ আগস্ট থেকে ওমরা পালনের আবেদন শুরু হয়।

১৮ বছর বয়সের ঊর্ধ্বে যেকোনো দেশের নাগরিকই ওমরা পালন করার সুযোগ পাচ্ছেন। তবে ১৮ বছর কম বয়সী শিশুদের পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববীতে প্রবেশের অনুমতি নেই বলে সৌদি দূতাবাস সূত্রে জানা গেছে।