অর্থনীতি ডেস্ক :
চট্টগ্রাম বন্দরে এসেছে নতুন দুটি গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি) ও তিনটি রাবার টায়ার গ্যান্ট্রি (আরটিজি)। এতে দ্রুত কনটেইনার হ্যান্ডলিং করতে আরো সহজতর হবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছেন, কনটেইনার হ্যান্ডলিংয়ে আরো বেশি গতি আসবে। পরের ধাপে শিগগির আরও তিনটি রাবার টায়ার গ্যান্ট্রি (আরটিজি) ও দুটি গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি) যুক্ত হবে।
এনিয়ে চট্টগ্রাম বন্দরে বহরে যোগ হলো ৬টি গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি)
শনিবার (৭ মে) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক এসব তথ্য জানিয়েছেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, চীনে বানানো সর্বাধুনিক দুইটি কি গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি) ও তিনটি রাবার টায়ার গ্যান্ট্রি (আরটিজি) আজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। ফলে এখন থেকে আরো দ্রুত ও নিরাপদে কনটেইনার হ্যান্ডলিং করা সম্ভব হবে। আনলোড, ফিটিং, ট্রায়াল শেষে যত দ্রুত সম্ভব ক্রেনগুলো অপারেশনে যাবে। পরের ধাপে আরও তিনটি রাবার টায়ার গ্যান্ট্রি (আরটিজি) ও দুটি গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি) বলে জানান তিনি।