চট্টলা ডেস্কঃ শীতকালীন শাক-সবজিতে নগরীর বাজারগুলো সয়লাব। সপ্তাহ দুয়েক হলো সবজির দাম কমে এসেছে অর্ধেকে। সাধারণ মানুষ অল্প দামে এখন সবজি কিনতে পারছে।
নগরীর বিভিন্ন বাজার ঘুরে ও সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়,অন্য মৌসুমের চেয়ে সবজি দাম কিছুটা কম।
বিক্রেতারা বলেন, চাহিদার তুলনায় বাজারে বেশি সবজি আসছে। তাই দাম ক্রেতার হাতের নাগালে রয়েছে।
কাঁচা তরিতরকারির দাম কমায় হাসি দেখা গেছে ক্রেতাদের মুখে।
কাজির দেউরি বাজার সমিতির সভাপতি বলেন, প্রশাসনিকভাবে নিয়মিত বাজার মনিটরিং করা হলে দর নিয়ে সব প্রকার গোঁজামিল দূর হবে।