নিজস্ব প্রতিবেদক:
নগরীর মুরাদপুরে অরক্ষিত নালায় পড়ে এখন পর্যন্ত নিখোঁজ সবজি ব্যবসায়ী সালেহ আহমেদ ও আগ্রাবাদ মাজার গেট এলাকায় ড্রেনে পড়ে নিহত ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের কলেজ ছাত্রী সাদিয়ার (১৯) পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার ১৯ অক্টোবর, সংশ্লিষ্টদের প্রতি এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল হালিম ও এডভোকেট ইশরাত হাসান এই লিগ্যাল নোটিশ পাঠান।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ব্যারিস্টার মো. আব্দুল হালিম।
উল্লেখ থাকে যে, এ বছর বর্ষার শুরু থেকে এই পর্যন্ত ওই সব অরক্ষিত নালায় পড়ে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫ জন। আর গত এক মাসেই মারা গেছেন ৩ জন। এর মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ। বারবার একই ঘটনা ঘটলেও নগরবাসীকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে দায় সারছেন চট্টগ্রাম সিটি কপোর্রেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা।
২৬ সেপ্টেম্বর, সকাল সাড়ে ৯ টার দিকে নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট রোডের ড্রেন থেকে অজ্ঞাত (৩৫) এক পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৩০ জুন বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ২ নম্বর গেট মেয়র গলিতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা খালে পড়ে নিহত হন খাতিজা বেগম (৬৫) ও সিএনজি চালক মো. সুলতান (৩৮)।