আসামী না হয়েও চট্টগ্রাম আদালতের এজলাসে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক যুবক ছুরি নিয়ে প্রবেশ করে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

সোমবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেনাজ রহমানের আদালতে এই ঘটনাটি ঘটে। ওই যুবকের নাম মো. জাফর (৩০)। জাফর নগরীর সদরঘাট থানার মাদারবাড়ী এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের উপপরিদর্শক আবছার উদ্দিন রুবেল।

তিনি বলেন, জাফর নামের ওই যুবক কোনো মামলার আসামি নয়। তবে তিনি কিছুটা মানসিক সমস্যাগ্রস্ত বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। সোমবার দুপুরে এজলাসে ঢুকে ম্যাজিস্ট্রেট স্যারের সাথে দেখা করতে চেয়েছেন জাফর। কিন্তু সংশ্লিষ্টরা তাকে বের করে দেওয়ার চেষ্টা করায় পকেট থেকে ছুরি বের করে গলায় ঠেকিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। এসময় দায়িত্বরত কোর্টপুলিশ তাকে আটক করে নেয়। ঘটনার পর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে বলে জানান কোর্ট পুলিশের উপপরিদর্শক আবছার উদ্দিন রুবেল।