কদমতলী বাস স্টেশনে ভোক্তা অধিকারের অভিযানে হানিফ-শ্যামলীকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের দামপাড়া এলাকায় জেলা প্রশাসনের অভিযানের একদিনের মাথায় কদমতলীতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২০ এপ্রিল) চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকার বাস কাউন্টারগুলোতে এ অভিযান পরিচালিত হয়।

এসময় হানিফ এন্টারপ্রাইজ ও শ্যামলী পরিবহনের দু’টি কাউন্টারকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক মো. আনিসুর রহমান ও চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক দিদার হোসেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান বলেন, ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রিতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার জেরে কদমতলীর হানিফ এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা এবং শ্যামলী এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।