কোন প্রকার দলিল হস্তান্তর ও সৃজন এবং আর্থিক লেনদেন না করার জন্য দৃষ্টি আকর্ষণ

আইনগত বিজ্ঞপ্তি:

সর্বসাধারণের অবগতির জন্য জানানাে যাইতেছে যে, নিম্ন তফসিলােক্ত সম্পত্তি আমার মক্কেল আলহাজ্ব শামসুল আলম, পিতা- খুলু মিঞা, সাং- ২৮৭/এ, নতুন চাক্তাই, বাকলিয়া, চট্টগ্রাম ও আলহাজ্ব মােহাম্মদ ইব্রাহিম, পিতা- মৃত হাজী নুর আহমদ এর খরিদা স্বত্বীয় দখলীয় সম্পত্তি হয়। তন্মতে বি,এস, নামজারী খতিয়ান নং ৭৯৩৮ প্রচারিত আছে।

মােজাফফর আহমদ, মােহাম্মদ হােসেন। ও আবুল কাশেম, পিতা- মৃত জয়নাল আবেদীন, মাতা-রওশন আরা বেগম কর্তৃক সৃজিত বিগত ০৩/০১/২০০৬ইং তারিখে রেজিস্ট্রিকৃত ২২, ২৩ ও ২৪নং হেবা ঘােষণাপত্র সৃজন করিয়া রাখিয়াছে মর্মে প্রকাশ পাইলে উল্লেখিত দলিলাদিকে চ্যালেঞ্জ করিয়া ঘােষণামূলক ডিক্রির প্রার্থনায় অপর মােকদ্দমা- ৩৯০/২০১৭, ৯৫৭/২০২১ (৫ম সহকারী জজ) আদালতে দায়ের করে এবং বিগত ১৬/০২/২০১২ইং তারিখে সৃজিত ৭৬৫ নং আমমােক্তারনামার আমমােক্তারনামা গ্রহীতা মােহাং নাছির, পিতা- মাে রঞ্জু মিঞাকে মামলায় পক্ষ করা হয়।

এমতাবস্থায় আদালতে বিচারাধীন উপরােক্ত মক্কেলের স্বত্বীয় দখলীয় নিম্ন তফসিলােক্ত সম্পত্তির নিমিত্ত তর্কিত ২২, ২৩ ও ২৪নং হেবা ঘােষণাপত্রের ভিত্তিতে কোন প্রকার হস্তান্তর দলিল সৃজন ও আর্থিক লেনদেন করা হইতে বিরত থাকার জন্য দৃষ্টি আকর্ষণ করা হইল।

তফসিল:

ক)| মৌজা- বাকলিয়া, সাবেক থানা- পাঁচলাইশ, তৎপর চান্দগাঁও, বর্তমানে বাকলিয়া, জিলা- চট্টগ্রাম, জে.এল.নং১৫, আর,এস, জরিপের ৩৩৯৭/ ৩৬১২ নং খতিয়ানাদির আর.এস ৩৭৪৬/ ৩৫৭৯/ ৩৭৪১/ ৩৫৮০ (তিন হাজার সাতশত ছয়চল্লিশ, তিন হাজার পাঁচশত উনাশি, তিন হাজার সাতশত একচল্লিশ, তিন হাজার পাঁচশত আশি) দাগাদির আন্দর তৎ সামিল বি.এস, জরিপের ৩৩৯৪ নং খতিয়ানের (যাহাতে বাদীর নামে বর্তমান বি.এস, নামজারী খতিয়ান ৭৯৩৮ প্রচারিত) বি.এস. ১৮৭২২ (আঠার হাজার সাতশত বাইশ) দাগের আন্দর মােয়াজী- ..১। কড়া (এক কানি এক গন্ডা এক কড়া) বা বি,এস, মতে ৪২৫০ শতাংশ ভিটি ভূমি ছাফ বিক্রীত।

সম্পত্তির চৌহদ্দির বিবরণঃ উত্তরে- সৈয়দ শাহ রােড, দক্ষিণে- আর.এস. ৩৭৪৭ দাগের জমি, পূর্বে- আর,এস, ৩৭৪১ দাগের জমি, পশ্চিমে- সৈয়দ শাহ রােড।

খ)| মৌজা– বাকলিয়া, সাবেক থানা- পাঁচলাইশ, তৎপর চান্দগাঁও, বর্তমানে বাকলিয়া, জিলা- চট্টগ্রাম, জে,এল নং১৫, আর,এস, জরিপের ৩৬১২/ ৩৩৯৭ নং খতিয়ানাদির আর.এস ৩৫৭৯/ ৩৫৮০/ ৩৭৪১/ ৩৭৪৬ দাগাদির আন্দর চিহ্নিত দখল মতে আর,এস, ৩৭৪১ (তিন হাজার সাতশত একচল্লিশ) দাগের আন্দর তৎ সামিল বি,এস, জরিপের ৩৩৯৪ নং খতিয়ানের বি.এস, নামজারী জমাভাগ ৩৩৯৪/২ নং খতিয়ানের (যাহাতে বাদীর নামে বি.এস, নামজারী খতিয়ান নং ৭৯৩৮ প্রচারিত আছে) বি.এস. ১৮৭২২ (আঠার হাজার সাতশত বাইশ) দাগের আন্দর মােয়াজী- (৯। কড়া (নয় গন্ডা এক কড়া) বা ১৮৫০ শতাংশ ভিটি ভূমি ছাফ বিক্রীত।

সম্পত্তির চৌহদ্দির বিবরণ ঃ উত্তরে- সৈয়দ শাহ রােড, দক্ষিণে- আর,এস, ৩৭৪১ দাগের বাদ বাকী জমি, পূর্বে- আর.এস. ৩৭৭৬, ৩৭৪০, ৩৭৭৭, ৩৭৭৬, ৩৭৭৫, ৩৭৭৪ দাগাদির জমি, পশ্চিমে- আপনারা গ্রহীতাগণ নিজ। (ক ও খ তফসিলে বি.এস, নামজারী খতিয়ান ৭৯৩৮ মতে মােট ৪২৫০ + ১৮৫০ = ৬১০০ সহস্রাংশ বা /-১০৷৷. কড়া (এক কানি দশ গন্ডা দুই কড়া)। যত

ধন্যবাদান্তে

(নুরুল আমিন)এডভােকেট

রুম নং- ১৬ আইনজীবী ভবন, কোট হিল, চট্টগ্রাম।

সুপ্রিমকোর্ট

মােবাইল ০১৭১৫-৭০৫৮