চট্টগ্রাম আদালতে পুলিশের সামনে থেকে আসামী পালিয়েছে !

আইন আদালত ডেস্ক:

চট্টগ্রাম আদালত থেকে আবুল হাসেম মাঝি নামে এক সাজা প্রাপ্ত আসামী পালিয়েছে।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে প্রথম যুগ্ম জেলা জজ খাইরুল আমীনের আদালতে এ ঘটনা ঘটে।

কোর্ট সূত্রে জানা গেছে, চেক প্রত্যাখানের মামলায় বিচারক ওই আসামিকে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে কাঠগড়া থেকে আসামীকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য পুলিশ সদস্যদের ডাকা হলেও কাউকে পাওয়া যায়নি। এ সুযোগে আসামী উধাও।

এ বিষয়ে জেলা কোর্ট পরিদর্শক মো. হুমায়ুন কবির বলেন, পুলিশ সদস্যরা কোর্টে থাকেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আদালতের বেঞ্চ সহকারী সাইফুদ্দিন পারভেজ বলেন, চেক প্রত্যাখানের মামলায় বিচারক আসামীকে সাজা দেন। তাকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য পুলিশ সদস্যদের ডাকা হলেও কাউকে পাওয়া যায়নি। এ সুযোগে আসামী পালিয়ে যান।

আদালতের বেঞ্চ সহকারী সাইফুদ্দিন পারভেজ বলেন, জেলা কোর্ট পুলিশ প্রায়ই দায়িত্বে গাফিলতি করে। এর আগেও দায়িত্বে অবহেলার বিষয়ে জেলা কোর্ট পরিদর্শককে মৌখিকভাবে অবহিত করা হয়েছিল।

আসামীর আইনজীবী আশিষ কুমার শীল বলেন, রায় ঘোষণার সময় আসামী কাঠগড়ায় ছিলেন। পরে আসামী কাঠগড়া থেকে পালিয়ে যান। এ সময় আদালতে কোনো পুলিশ সদস্য ছিলেন না। বিচারক তাৎক্ষণিকভাবে ডেকেও কোনো পুলিশ সদস্যকে পাননি।