আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আজ রোববার মারা গেছেন। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভেজ মোশাররফ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
‘শেষ ইচ্ছা’ পূরণে জেনারেল এখন বাড়ি ফিরতে চানপাকিস্তানের সাবেক এই সেনাশাসক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি অ্যামাইলয়েডসিস নামের এক বিরল রোগে ভুগছিলেন। আমেরিকান হসপিটাল দুবাইয়ে চিকিৎসা নিচ্ছিলেন পারভেজ মোশাররফ।পারভেজ মোশাররফের জন্ম ১৯৪৩ সালের ১১ আগস্ট, ব্রিটিশ ভারতের দিল্লিতে। তিনি ১৯৬১ সালের ১৯ এপ্রিল কাকুলের পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন পান। ১৯৯৮ সালে তিনি জেনারেল হন।
সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজ শরিফকে হটিয়ে ১৯৯৯ সালে পাকিস্তানের ক্ষমতা দখল করেন পারভেজ মোশাররফ। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি দেশটির প্রেসিডেন্ট ছিলেন।
তিনি ২০০৮ সালে পদত্যাগে বাধ্য হন।উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ২০১৬ সালের মার্চে দেশ ছাড়েন পারভেজ মোশাররফ। তারপর আর তিনি দেশে ফেরেননি।