চট্টলা ডেস্ক : চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলার রোলার স্কেটিং এর প্রচার প্রসার ও জনপ্রিয় করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার রোলার স্কেটিং উপ-কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রামের ক্রীড়া পরিবার আবেদীন পরিবারের সন্তান,সাবেক ক্রীড়াবিদ,ক্রীড়া সংগঠক শাকিল আবেদীন কে চেয়ারম্যান ও তরুণ ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ আদিল কবির কে সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট বিভাগীয় রোলার স্কেটিং উপ কমিটির অনুমোদন দেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর।
উক্ত উপকমিটির ভাইস-চেয়ারম্যান পদে মনোনীত হলেন নুর উদ্দিন আহমেদ,মোহাম্মদ সালাহউদ্দিন, লায়ন ইঞ্জিনিয়ার নুরুজ্জামান, মঞ্জুর মোর্শেদ অসীম,নজরুল ইসলাম,যুগ্ম সম্পাদক পদে সিদ্দিক আল মামুন,মোহাম্মদ আরিফুল আজিম(কক্সবাজার), সদস্য পদে শাখাওয়াত হোসেন রুবেল(রাঙামাটি), সরোয়ার জাহান(কুমিল্লা), মুজাহিদ বাবু(খাগড়াছড়ি),শামসুল হুদা বাহার(ফেনী),আবু বক্কর সিদ্দিক (বান্দরবান) এবং মেহেদী হাসান শুভ(চাঁদপুর)।
মুজিব শতবর্ষের ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে রোলবল, রোলার স্কেটিং ও রোপ স্কিপিং প্রতিযোগিতা -২০২১ আয়োজন উপলক্ষে আগামী ১৫ মার্চ বিকেল ৪ টা এম এ আজিজ স্টেডিয়ামস্থ চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিসের সিডিএসএ এর উপকমিটির মিটিং এর আয়োজন করা হয়েছে,তাই উক্ত মিটিং এ উপ-কমিটির সকল কে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।