স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের আর্জেন্টিনার ভক্তদের পরিচিতি বিশ্বজুড়ে। তার প্রমাণ মিলেছে কয়েকদিন আগে ফিফার টুইটে। গতকাল আনুষ্ঠানিক ধন্যবাদ জানিয়েছে আর্জেন্টিনাও। এবার মেসিদের হেড কোচ লিওনেল স্কালোনির মুখেও এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের আর্জেন্টিনার ভক্তদের তিনিও জানিয়েছেন ধন্যবাদ।
আগামী শনিবার বিশ্বকাপের নকআউট পর্বে মাঠে নামবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তার আগে আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেন আর্জেন্টিনার কোচ স্কালোনি।
বাংলাদেশের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘বছরের পর বছর ধরে আর্জেন্টিনা জাতীয় দল বিশ্বজুড়ে অনেক ভালোবাসা ও সমর্থন পেয়েছে। কারণ আমাদের দিয়েগো (ম্যারাডোনা) ছিলেন, এখন লিওনেল (মেসি) আছে। বাংলাদেশে মানুষ যে আমাদের এত ভালোবাসে এবং আরও অন্যান্য জায়গায়ও আমাদের এত সমর্থন আছে, এটা আমাদের আনন্দ দেয়। বাংলাদেশের মানুষকে ধন্যবাদ।
’কয়েক দিন আগে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে বাংলাদেশের দর্শকদের লিওনেল মেসির গোল উদযাপনের একটি ভিডিও টুইট করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা লেখে, ‘এটাই ফুটবলের শক্তি।
বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকেরা এভাবেই লিওনেল মেসির গোল উদযাপন করছেন।’
পরে ব্রাজিল–সমর্থকদের বাঁধভাঙা উল্লাসের ছবিও প্রকাশ করে ফিফা। যেখানে ক্যাপশনে লেখা হয়, ‘ফুটবলের মতো অন্য কিছু মানুষকে এতটা এক করতে পারে না।’