শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে ৩২ স্কুলের অংশগ্রহণে : মহানগরী ক্রীড়া সংস্থা

স্পোর্টস ডেস্ক:

নগরের বাছাইকৃত সেরা ৩২টি স্কুলের অংশগ্রহণে শুরু হচ্ছে শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট।

সোমবার (৪ অক্টোবর) টুর্নামেন্ট উপলক্ষে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে অংশগ্রহণকারী দলসমূহের জার্সি উন্মোচন ও প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

আগামী বুধবার (৬ অক্টোবর) থেকে দামপাড়ার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

কনফারেন্সে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির চেয়ারম্যান ও উপ-পুলিশ কমিশনার (বন্দর) এস এম মেহেদী হাসান।

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করার কথা রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সাইফ পাওয়ারটেক লি. এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।

পুরো টুর্নামেন্টে ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও সেন্ট্রাল পাবলিক স্কুল। আগামী ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন আয়োজকরা।