মাদারবাড়ী শোভনীয়া ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ান হাটহাজারী আলোকন সংঘ

চট্টলা ডেস্কঃ মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের আয়োজনে শাহ আমানত অয়েল মিলস্ ও এমএম শিপিং লাইনস্ আর্থিক পৃষ্টাপোষকতায় মাদারবাড়ী শোভনীয়া ক্রিকেট একাডেমির সার্বিক সহযোগিতায় ঈছা মোঃদুলাল ও দেলোয়ার হোসেন স্মৃতি T-10 ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে হাটহাজারী আলোকন সংঘ কলেজিয়েট স্কুল মাঠে হাটহাজারী আলোকন সংঘ টসে জিতে ১ম ইনিংসে ব্যাটিং করতে নেমে নির্ধারীত ১০ ওভারে ৬ উইকেটে ৯৪ রান করে।দলের পক্ষে ইয়াছিন সর্বোচ্চ ২১ রান করেন।জবাবে আগ্রাবাদ ওয়ারিয়স্ ৯.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৮১ রান করতে সক্ষম হয়।হাটহাজারী আলোকন সংঘের বোলার রুমি ২ ওভারে ১৩ রান দিয়ে ৪উইকেট সংগ্রহ করে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন। চ্যাম্পিয়ান দল হাটহাজারী আলোকন সংঘ কে ট্রফিসহ নগদ ৪০,০০০ টাকা ও রানার্স আপ আগ্রাবাদ ওযারিয়স্ কে ট্রফিসহ নগদ ২০,০০০ টাকা প্রদান করা হয়। টুর্নামেন্টে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন আগ্রবাদ ওয়ারিয়স্ এর সজীব,সেরা বোলার নির্বাচিত হন বাকলিয়া সূর্য তরুন ক্লাবের মোঃপারভেজ,সেরা ব্যাটসম্যান নির্বাচিত হাটহাজারী আলোকন সংঘের মোঃইয়াছিন,সুশৃঙ্খল দল নির্বাচিত হন ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব,সেরা ফিল্ডার নির্বাচিত হন ফয়সাল স্মৃতি সংসদ এর মোঃসজিব,সেরা অধিনায়ক নির্বাচিত গোলাম মোস্তাফা স্মৃতি সংসদ এর মোঃজামাল সকাল সাড়ে ১১ টায় উক্ত খেলা শুরু পূর্বে খেলায়াড়দের সাথে পরিচিত হন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিসিবির সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন।অনুষ্টান সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শাহ আলম।আরো উপস্হিত ছিলেন চট্রগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোঃসিরাজুল ইসলাম,চট্রগ্রাম প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম,সাবেক কাউন্সিলায় গোলাম মোঃযোবাযের, সাবেক মহিলা কাউন্সিলায় ফেরদৌসি আকবর, ক্লাবের সাধারন সম্পাদক শফিকুল আলম জুয়েল,বিশিষ্ট ক্রীড়া সংগঠক বক্তেয়ার হোসেন,মাদারবাড়ী উদয়ন সংঘের সাধারন সম্পাদক নুরুল আমিন,এমএম শিপিংয়ের ব্যবস্হাপনা পরিচালক লায়ন এম.এ মুছা বাবলু,শাহ আমানত অয়েল মিলসে্র ব্যবস্হাপনা পরিচালক আকতার হোসেন জেকি, ক্লাবের সহ-সভাপতি আলমগীর হোসেন,টুর্ণামেন্ট কমিটির আহবায়ক ইকবাল হোসেন,সদস্য সচিব আদনানুল ইসলাম,সাবেক কৃতি ফুটবলার সালাউদ্দিন জাহেদ,আব্দুল আজিজ,আফসার উদ্দিন,মহসীন সাজু,প্রমূখ।

অনুষ্ঠান সঞালনায় ছিলেন টুর্নামেন্ট কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক হারুন-অ-রশিদ,ক্লাবের যুগ্ন সম্পাদক মোশররফ হোসেন লিটন,আলোউদ্দীন ভূইয়া ,নূর জাহেদ বাবলু, রাজু,জসি,আবদুল হামিদ নয়ন,মোঃ আলোউদ্দীন সানি, ইসমাইল, ফারুক, ফয়সাল,মালেক,সাইমন আহমেদ সাহেদ, ওয়াহিদুল আলম অভি, মাকসুদ,আবদুল হামিদ জনি,অভি, মুন্না,মিনহাজ মাসুম।