অসাম্প্রদায়িকা বিনির্মাণের প্রত্যয় পহেলা বৈশাখ বললেন চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক:

পহেলা বৈশাখের উৎসবে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় গ্রহণের আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

বুধবার (১২ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় মেয়র বলেন, পহেলা বৈশাখের উৎসব আমাদের বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, বাঙালি জাতিয়তাবাদের ভিত্তিতে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ গড়লেও এখনো সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্র থেমে নেই।

মেয়র বলেন, সাম্প্রদায়িক শক্তি আমাদের নৃতাত্ত্বিক পরিচয় ভুলিয়ে দিতে নানা অপ কৌশল, গুজব আর অপব্যাখ্যার আশ্রয় নিচ্ছে। এজন্য এবারের পহেলা বৈশাখ কেবল উৎসবের উপলক্ষ নয় বরং এটি আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নেয়ারও সময়।

মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, জাতির প্রতি আহবান রইল যাতে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ঐক্যবদ্ধ হই। সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করে আগামীর বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, সাংস্কৃতিক বহুত্ববাদী এবং উন্নত বাংলাদেশ এই হোক আমাদের শপথ।