আনন্দ বাজার সাগরপাড়ে অজ্ঞাত কিশোর ছিল ইউসুফ !

নিজস্ব প্রতিবেদক :

আনন্দ বাজার সাগরপাড়ে অজ্ঞাত কিশোরের পরিচয় পাওয়া গেছে। বন্ধুকে বাঁচাতে গিয়ে সাগরের অথৈ জলে ভেসে গিয়েছিল ওই কিশোর। তাঁর নাম মো. ইউসুফ (১১)।

ইউসুফ বন্দরের স্টিল মিল এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে এবং পাইওনিয়ার পাবলিক স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজ হওয়ার একদিন পর বুধবার (১১ মে) সকাল ১১টায় আনন্দ বাজার ডোমপাড়া এলাকার সাগরপাড়ে ওই স্কুল ছাত্র ইউসুফের লাশ ভেসে আসে।

এর আগে মঙ্গলবার (১০ মে) সাগর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল ১২ বছরের ইউসুফ। ঘণ্টাখানেক পর সাগরে জাহাজে পাখার সঙ্গে আটকে যায় সাইফুদ্দিন নামে তার এক বন্ধু। সাঁতার না জেনেও তাকে উদ্ধারে সাগরে ঝাঁপ দেয় ইউসুফ। তার ১০ মিনিট পর তার বন্ধু সাইফুদ্দিন ফিরে আসলেও সাগরের অথৈ জলে তলিয়ে যায় ইউসুফ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, ইউসুফের কোন খবর না পেয়ে গতকাল সন্ধ্যায় তার পরিবার নিখোঁজ ডায়েরি করেছিল।

বুধবার সকালে আনন্দবাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সাগরের মাঝে আটকে যাওয়া বন্ধুকে উদ্ধার করতে গিয়ে ইউসুফ পানিতে ডুবে গিয়েছিল বলে জানা গেছে। তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।