একদিনের ব্যবধানে পাওয়া গেছে চাঁন্দগাও এলাকায় হারিয়ে যাওয়া শিশু!

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সেই শিশুটি ফিরে পেল তার বাবা-মায়ের কোল।

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে হারিয়ে গিয়েছিল শিশুটি ।

শনিবার (১৫ এপ্রিল) সকালে শিশুটিকে থানায় হস্তান্তর করেছেন এক রিক্সাচালক।

রিক্সাচালক শওকত আলী মুন্সি বলেন, রাতে সিএন্ডবি এলাকায় একটি শিশুকে খোঁজে পাই। রাতে কি করব বুঝতে না পেরে তাকে বাসায় নিয়ে আসি। রাতের খাবার খাইয়ে শিশুটিকে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করেছি, যদিও শিশুটি কান্না করছিল। সকালে আমি ও আমার স্ত্রী শিশুটিকে থানায় আসি। সেখানে ওসিকে বুঝিয়ে দিই।

শিশুটিকে খুঁজে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম।

তিনি জানান, গতকাল শুক্রবার রাতে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে শিশুটি হারিয়ে যায়। এ ব্যাপারে তার বাবা আফতাব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। রাতে এক রিকশাচালক শিশুটিকে খুঁজে পেয়ে রাতে তার বাসায় নিয়ে যান। শনিবার সকালে তার স্ত্রী সহ থানায় এসে শিশুটিকে হস্তান্তর করেন। পরে শিশুটিকে আমরা পরিবারের কাছে হস্তান্তর করি।