এসির কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ৯ তলা থেকে পড়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ তলা ভবন থেকে পড়ে মো. রাফি (২২) নামে এক এসির ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) রাত ৮টায় খুলশী থানার এলাকার ৪ নম্বর সড়কের এক বহুতল ভবনের থেকে পড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইলেকট্রিশিয়ান রাফি বোয়ালখালী থানার গোমদণ্ডী এলাকার আবদুল চৌধুরীর ছেলে।

তিনি খুলশী এলাকার সাদিয়া ইলেকট্রনিক্স নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন বলে জানান তার সহকর্মী শরীফ।

শরীফ উদ্দিন বলেন, রাফিকে বার বার মানা করা সত্ত্বেও সে দ্রুত কাজ শেষ করার তাগিদে এসির আউটডোর খোলার জন্য ভবনের বাইরের অংশের সিলিংয়ে ছিলেন।

পরে অন্ধকারে ইলেকট্রনিক অসতর্কতা বশত লাইন খালি হাতে লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় রাফি।

পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান বলেন, এসির কাজ করার সময় ৯তলা বিল্ডিং থেকে দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন রাফি। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।