

নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে সাম্পান উল্টে মাঝিসহ ১১ যাত্রী পানিতে ডুবে গেছে। এর মধ্যে ১০ জনকে জীবিত উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর ১ নারী যাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) আনুমানিক রাত আটটায় বাংলাবাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যাত্রী হলেন কর্ণফুলী উপজেলার ইছানগর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমির হোসেন প্রকাশ লাল মিয়ার স্ত্রী লায়লা বেগম (৪৫)। দুর্ঘটনায় কবলিত সাম্পানে নিহত লায়লা বেগমের সঙ্গে তার স্বামী আমির হোসেনও ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার এসআই নিউটন দাশ জানান ‘নৌকা দুর্ঘটনায় একজন নারী মৃত্যুবরণ করেছেন। একই নৌকায় তার স্বামী আমির হোসেনও ছিলেন। তবে মাঝিসহ তাদের ১০ জনকে জীবিত উদ্ধার করা হলেও তার স্ত্রী ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন।’