কর্ণেলহাট বাজারে পুরোনো তেলের বোতল নতুন দামে বিক্রি ! ২ দোকানিকে ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীর কর্নেলহাট বাজারে পুরোনো সয়াবিন তেলের বোতল নতুন বলে বেশি দামে বিক্রি করায় ২ দোকানদারকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১১ মে) দুপুরে চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন নিজে।

তিনি বলেন, কর্নেলহাটে বাড়তি দামে সয়াবিন তেল বিক্রি করায় মেসার্স জামাল এন্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা ও বিনিময় স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তেল গুলো পুরোনো হলেও নতুন বাজার দরে বিক্রি করাতে এ জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।