নিজস্ব প্রতিবেদক:
প্রতিষ্ঠানের সাফল্যের পিছনে কর্মীদের যোগ্যতাই প্রধান নিয়ামক আর এজন্য কর্মীদের মানোন্নয়নে বিনিয়োগ করা উচিৎ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷
১৩ মার্চ (সোমবার) চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবু ছালেহের অবসর এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগের বদলিজনিত বিদায় সংবর্ধনায় মেয়র এ মন্তব্য করেন।
মেয়র বলেন, প্রতিষ্ঠানের সাফল্যের পিছনে কর্মীদের যোগ্যতাই প্রধান নিয়ামক হিসেবে কাজ করে আর এজন্য কর্মীদের মানোন্নয়নে বিনিয়োগ করা উচিৎ। মেধাভিত্তিক নিয়োগের পর প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের গড়ে তুললে একটি প্রতিষ্ঠানের সাফল্যলাভ সহজ হয়। আজ এমন দু’জন কর্মকর্তা আমাদের চসিক ছেড়ে যাচ্ছেন যারা চসিকের জন্য ছিলেন মূল্যবান সম্পদ। তাদের অবদানের সুফলভোগী পুরো চট্টলাবাসী।
“চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়নে প্রকৌশলী মোহাম্মদ আবু ছালেহ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ চসিকের প্রশাসনিক কার্যক্রম বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের দক্ষতা ও অর্জন চসিকে কর্মরতদের পথ দেখাবে।
“বিদায় সংবর্ধনায় স্মৃতিচারণ করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, সিবিএ নেতৃবৃন্দসহ চসিকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।