কালুরঘাটে রেলের জমিতে করা ২৫৩ স্থাপনা উচ্ছেদ করলো জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক :

অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে রেলওয়ের প্রায় এক দশমিক তিন একর জমি।

বুধবার (২৫ আগস্ট) নগরের কালুরঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা এর নেতৃত্বে অভিযানকালে প্রায় ২৫৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম বলেন, কালুরঘাটের রেলস্টেশন সংলগ্ন রেললাইনের দু’পাশে অবৈধ দখলে থাকা ২৫৩টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে টিনশেড, সেমিপাকা ঘর ছিল। স্থানীয় প্রভাবশালীরা রেলের জায়গা দখল করে এসব অবৈধ স্থাপনা গড়ে তুলে ভাড়া দিয়ে দীর্ঘদিন ধরে দখল করে রেখে ছিল।

তিনি আরও বলেন, বুধবার সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে অভিযান পরিচালনা করতে দেরি হয়েছে। তাই দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা এ অভিযানে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ৬১ জন সদস্যরা উপস্থিত ছিলেন ওই অভিযানে।