খাতুনগঞ্জে ডালের বস্তায় চাপা পড়ে সুলতান নামের এক শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে ডালের বস্তায় চাপা পড়ে মো. সুলতান (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সুলতানের গ্রামের বাড়ি চকরিয়ার পেকুয়া উপজেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, অন্য একটি গুদাম থেকে সুলতানসহ কয়েকজন শ্রমিক ডালের বস্তা এনে হক ট্রেডিংয়ে রাখছিলেন। এসময় বস্তাগুলো একটার উপর আরেকটা ‘খামাল’ সাজিয়ে রাখছিলেন। বস্তা রাখা যথাযথ না হওয়ায় কয়েকটি বস্তা হুড়মুড়িয়ে নিচে নেমে আসে। এসময় সাজিয়ে রাখার দায়িত্বে যিনি ছিলেন তা নিরাপদে সরে যান। এসময় ডালের বস্তা নিয়ে আসেন সুলতান। বস্তা তার গায়ে পড়লে তিনি বস্তার আঘাতে পাশের দেয়ালে গিয়ে জোরে ধাক্কা খান। তার মাথায় গুরুতর আঘাত লাগে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন জানান, চাক্তাই-খাতুনগঞ্জ এলাকায় ১০ হাজারের অধিক শ্রমিক কাজ করেন। কিন্তু এখানে কোন হাসপাতাল নেই। এমনকি প্রাথমিক চিকিৎসা দেয়ার সুযোগও নেই। আজ যে শ্রমিকের মৃত্যু হয়েছে, ঘটনার সাথে সাথে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া গেলে হয়তো তিনি বেঁচে যেতেন। যানজট পেরিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে যে সময় লেগেছে ততক্ষণে তার মৃত্যু ঘটেছে। এসময় ওই শ্রমঘন এলাকায় অবিলম্বে একটি হাসপাতাল নির্মাণের দাবিও জানান তিনি।