খোঁজ পায়নি ডুবুরি দল এখনো পা পিছলে বড় নালায় পড়া ব্যক্তিকে

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় বৃহস্পতিবারের প্রবল বৃষ্টিতে সৃষ্টি জলাবদ্ধতার তীব্র স্রোতে পা পিছলে নালায় পড়ে নিখোঁজ ব্যবসায়ী সালেহ আহমদের খোঁজ মিলেনি এখনো।

বুধবার দুপুর থেকে এখন পর্যন্ত তিন দফা অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস। তবুও তার কোন খোঁজ মিলেনি।

২৭ আগষ্ট শুক্রবারেও তৃতীয় দিনের মতো বহদ্দারহাট শমসের পাড়া এলাকাও মির্জা খালে তল্লাশি চালিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরির একটি দল।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের টিম লিডার বিপ্লব কুমার নাথ জানিয়েছেন, ঘটনার পর থেকে আমাদের উদ্ধার অভিযান এখনো অব্যাহত আছে।

শুক্রবার ভোর থেকে তৃতীয়দিনের মতো শমসের পাড়া মির্জা খালে আমরা অভিযান চালিয়েছি এবং সন্ধ্যার আগ পর্যন্ত আমাদের এ অভিযান চলবে। যতক্ষণ পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান চলবে।

উল্লেখ্য, গত বুধবার নগরীর মুরাদপুর এলাকায় জলাবদ্ধতার তীব্র স্রোতে পা পিছলে নালায় পড়ে নিখোঁজ হন মো. সালেহ আহমদ নামে এক তরকারি ব্যবসায়ী । ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি চকবাজার এলাকায় সবজি ব্যবসা করতেন। তার বাড়ি পটিয়া উপজেলার মনসার টেক এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে। ফটিকছড়ি মাইজভান্ডার ওরসে যাবেন বলে তিনি ঘর ছেড়ে বেরিয়েছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।