চট্টগ্রামের করোনা সংক্রমণ কমছে না ! বাড়ছে প্রতিদিন !

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। কোনোভাবেই কমছে না শনাক্ত। টানা দুদিন শনাক্তের সংখ্যা ৯০০ এর ওপর। সেইসঙ্গে টানা দুদিন আঘাত হেনেছে মৃত্যুও।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ হাজার ৫৩ নমুনায় ৯৩০ জনের শরীরে করোনা ধরা পড়ে। শনাক্তের হার ৩০.৪৬ শতাংশ।

এ সময়ে আরও এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি নগরের বাসিন্দা।

বুধবার (১৯ জানুয়ারি) বিভিন্ন ল্যাবে নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়। রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত খবরে এসব তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুসারে, মঙ্গলবার চট্টগ্রামের সরকারি বেসরকারি ১৩ টি ল্যাবে সর্বমোট ৩ হাজার ৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৯৩০ জনের ফলাফল পজিটিভ পাওয়া যায়। নমুনা বিবেচনায় শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৪৬ শতাংশ। এদের মধ্যে নগরীর ৭৫৭ জন আর উপজেলার ১৭৩ জন রয়েছেন। এ নিয়ে আক্রান্ত রোগীর মোট সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩৭৬ জনে এসে দাঁড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৪২ জনে।