চট্টগ্রামে গণফোরাম নেতা ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জানে আলমের ইন্তেকাল

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন মাইজ পাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা, গণফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট লেখক, রাজনীতিবিদ ও প্রখ্যাত শ্রমিক নেতা এডভোকেট জানে আলম (৭০) ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত পৌণে ১০টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

২৯ সেপ্টেম্বর বুধবার বাদ জোহর পতেঙ্গা মাইজ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

এরপর সেখানে গার্ড অব অনার শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।


এদিকে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জানে আলমের মৃত্যুত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার মোঃ শহীদুল হক চৌধুরী ছৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, পতেঙ্গা থানাকমান্ডার মোঃ জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম মহানগর আহবায়ক সাহেদ মুরাদ সাকু ও সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরান গভীর শোক প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।