নিজস্ব প্রতিবেদক :
পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া পাহাড় কাটা ও ছাড়পত্রবিহীন স্থাপনা নির্মাণ করার দায়ে নগরে ৫ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৭১ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া পাহাড় কাটা ও ছাড়পত্রবিহীন বহুতল ভবন নির্মাণের দায়ে নাসির উদ্দিনকে (৩৭) ২ লাখ ৪৬ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে। ছাড়পত্রবিহীন বহুতল ভবন নির্মাণের দায়ে ড্রীমল্যান্ড’র মালিক মাজহার ইসলাম গংকে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ আরােপ করা হয়।
এছাড়া বায়েজিদে ছাড়পত্র ও ইটিপিবিহীন প্রতিষ্ঠান পরিচালনার দায়ে মেসার্স আল্লামা ওয়াশিং প্লান্ট’র মালিক মাে. জিয়াউর রহমানকে ১ লাখা টাকা, ছাড়পত্র নবায়ন না করা ও ইটিপি অকার্যকর রেখে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ফেব্রিক কানেকশান’র মালিক মাে. এমদাদ আলীকে ৭৫ হাজার টাকা, ছাড়পত্রবিহীন মেগা ফার্নিচার কারখানা প্রতিষ্ঠান পরিচালনার দায়ে মেগা ফার্নিচারের মালিক রফিকুল ইসলামকে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ আরােপ করা হয়।