চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদায় করেছেন ৩ লাখ ৬৭ হাজার ৯৩৫ টাকা বকেয়া ট্যাক্স

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত অভিযানে ৩ লাখ ৬৭ হাজার ৯ শত ৩৫ টাকা বকেয়া ট্যাক্স আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২২ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী’র নেতৃত্বে চকবাজার এলাকায় পরিচালিত অভিযানে বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের বকেয়া ফি বাবদ এসব টাকা আদায় করা হয়।

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানান, নগরীর চকভিউ মার্কেট, তেলিপট্টি রোড, কাপাসগোলা রোড ও লালচাঁন্দ রোড এলাকায় পরিচালিত অভিযানে ১ লক্ষ ৩৩ হাজার ২ শত ৩৫ টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ২০ ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স এর বকেয়া ফি বাবদ ১ লক্ষ ৩৯ হাজার ৫ শত ৭৫ টাকা এবং আয়কর ও ভ্যাট বাবদ ৯৫ হাজার ১ শত ২৫ টাকা আদায় করা হয়।

এই সময় ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করে লাইসেন্স ফি ফাঁকি দেওয়ার দায়ে ২ দোকান মালিকের বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।