চসিকের ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের অভিযানে নগরীতে ১লাখ ৪৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

জনগণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে নগরের সাগরিকা রোডে নালা ও ফুটপাতে পুরোনো লোহার মালামাল রেখে ব্যবসা পরিচালনা করায় ১২ ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ওই এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা দেন। একই অভিযানে আবদুল আলী হাট বাজারে নিত্যপণ্যের বাজার দর তদারকি ও মূল্য তালিকা যাচাই এবং বিভিন্ন দোকান থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়।

অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন নগরের চকবাজার কাঁচা বাজারে নিত্যপণ্যের মূল্য তালিকা না টাঙ্গানোর দায়ে ৪ দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিভিন্ন দোকান থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়।

এছাড়া বাদুরতলা এলাকায় ফুটপাতের উপর নির্মাণ সামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে মুনতাসির লিভিং লিমিটেডকে ১০ হাজার টাকা করা হয়।

অন্যদিকে, লালখান বাজার মোড়ের বিরানী এক্সপ্রেসের মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আনসার ব্যাটালিয়ান সদস্যরা ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন।