চার ঘন্টার ২২ মিলিমিটার বৃষ্টিতেই ধরাশায়ী চট্টগ্রামের নিম্নাঞ্চল: জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক :

চার ঘণ্টার মাঝারি ও হালকা বৃষ্টিতেই চট্টগ্রাম নগরীর ধরাশায়ী হয়ে পড়েছে। নগরীর নিম্নাঞ্চলে পানি জমে হাঁটু পানিতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী।

সোমবার (৯ মে) দুপুর আড়াইটা থেকে রাত ৯টা পর্যন্ত ২২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিতে নগরীর নিচু এলাকাগুলোর সড়কে পানি জমে গেলে এই ভোগান্তির সৃষ্টি হয়েছে।

বৃষ্টিতে নগরীর দুই নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, কাপাসগোলা, বাকলিয়া ডিসি রোড, খাতুনগঞ্জ, ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার এলাকার বংশাল রোড, আর. সি. চার্চ রোড, চুরিয়ালটুলী, ডা. মান্নান গলি, আলকরন ২ নম্বর ও ৩ নম্বর গলির রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

আর এতেই ভোগান্তিতে পড়েছে সড়কগুলোর অধিবাসী ও পথচারীরা।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর থেকে এর পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রামে মাঝারি ধরনের ভারি বৃষ্টি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনাসহ ঘূর্ণিঝড় অশনির প্রভাবে আগামী চারদিন পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তাতেই দু:চিন্তায় পড়েছেন এসব এলাকায় বাসীন্দারা।