টিকা সনদ ছাড়া খাবার খাইয়ে জরিমানা গুনলো নামীদামী দুই রোস্তরা

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীর মুরাদপুরে টিকার সনদ ছাড়া খাবার পরিবেশন করায় হোটেল জামান ও আয়োজন রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম সিটি কর্পোরশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ওই দুই রেস্টুরেন্টে টিকা সনদ ছাড়া খাবার খেতে দেওয়ার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, স্বাস্থ্যবিধি অমান্য, গ্রাহকদের টিকা সনদ না দেখে রেস্টুরেন্টের খাবার পরিবেশন এবং অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার বিক্রির দায়ে এ জরিমানা ধার্য করা হয়েছে। এতে মুরাদপুরের আয়োজন রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা, হোটেল জামানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ষোলশহর এলাকায় কর্ণফুলী কমপ্লেক্সে পরিচালিত অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে পলিথিন ব্যাগে পণ্য বিক্রির দায়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।