তুচ্ছ ঘটনার জেরে কিশোর গ্যাংয়ের হাতে মেলায় ঘুরতে গিয়ে কিশোর ফাহিম খুন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীর ডবল মুরিং থানা এলাকায় ঈদগাহ বৌবাজার দুলহান কমিউনিটি সেন্টারে ঈদ বস্ত্র মেলায় ঘুরতে যাওয়া দুই কিশোরের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে ঈদগাঁও কাঁচা রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম মো. ফাহিম। তিনি নগরের হালিশহর ধোপা পাড়ার ফকির গলি এলাকার মো. জহিরের পুত্র।

এদিকে নিহতের ঘটনায় রাত থেকে অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করা হয়েছে। আটককৃতরা সবাই কিশোর বলে জানিয়েছেন নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার আরিফ হোসেন।

এ ঘটনার জড়িত বাকিদেরও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানা তিনি।

তিনি জানিয়েছেন, ‘গতকাল ইফতারের পর ঈদগাঁও কাঁচা রাস্তার পশ্চিমে বৌবাজার দুলহান কমিউনিটি সেন্টারের সামনে মেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল কিশোরের মধ্যে তর্কাতর্কি ঘটনা ঘটে। ওই সময় ডিউটিরত পুলিশ সদস্যরা বিষয়টি দেখে সেখান থেকে সবাইকে সরিয়ে দেয়।

পরে রাত আনুমানিক ১১টার দিকে কিশোরের একটি গ্রুপ স্থানীয় একটি চায়ের টং এর দোকানের সামনে জড়ো হয়ে অপরপক্ষের সঙ্গে আবারও ঝামেলা শুরু করে। তর্কাতর্কির একপর্যায়ে ফাহিমকে ছুরিকাঘাত করা হয়। ফাহিমের বাম হাতে ছুরিকাঘাত করা হয়েছে।’

স্থানীয়রা জানান, ‘আহত ফাহিমকে প্রচুর রক্তক্ষরণের ফলে তার বন্ধুরা প্রথমে চিকিৎসার জন্য স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দিতে না পারায় পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’