নগরের কদমতলীতে উচ্ছেদে গিয়ে দখলদারদের হাতে আহত চসিকের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক :

নগরের কদমতলী মোড় এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানে হামলা চালিয়েছে স্থানীয় দখলদাররা।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

এসময় দখলদারদের ছোঁড়া ইট-পাটকেলে আহত হয় চসিকের প্যালোডার চালক মো. মহিউদ্দিন। ভেঙে যায় প্যালোডারের দুই পাশের আয়না।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস নগরের কদমতলী মোড়ে অবৈধভাবে যাত্রী ছাউনী নির্মাণ এবং উভয় পার্শ্বের ফুটপাতে স্থাপিত দোকান-পাট উচ্ছেদ করে ও ফুটপাতের জায়গা অবৈধ দখলমুক্ত করেন।

অভিযানে সহায়তা প্রদান করেন কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্য।

চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, কদমতলীতে অবৈধ যাত্রী ছাউনি উচ্ছেদ করে চলে আসার পর খবর আসে প্যালোডার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে প্যালোডারের দুপাশের আয়না ভেঙে চালক গুরুতর আহত হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এ ঘটনায় চসিকের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।