নগর প্রতিবেদক :
পতেঙ্গার লালদিয়ার চরে ৫০০ অসহায় পরিবারের সদস্যদের খাদ্য সামগ্রী উপহার দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বন্দর নগরীর লালদিয়ার চর প্রাথমিক বিদ্যালয় (বোট ক্লাবের পাশে) ভেন্যুতে এই ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
এ সময় তিনি বলেন, করোনা মহামারীতে বৈশ্বিক বিপর্যয়ে সংকটে পড়া অসহায়দের উপহার দিচ্ছে জেলা প্রশাসন। লডডাউন শেষ হলেও জেলা প্রশাসনের মানবিক কর্মযজ্ঞ থেমে নেই। এবার গৃহহীন লালদিয়ার চরের বাসিন্দা চরের ৫০০ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়েছে। এতে রয়েছে কেজি চাল, ডাল, সয়াবিন তেল, দুই কেজি আলু, সাবান।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুদ্রা ও দারিদ্রমুক্ত দেশ গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন কোন মানুষ অভুক্ত থাকবে না। মুজিববর্ষে গৃহহীনদের পাকা ঘর উপহার দেওয়া হচ্ছে। এসময় জেলা প্রশাসক লালদিয়ার চরের অস্থায়ী বাসিন্দাদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।