ফয়েস লেক এলাকায় রাস্তা-ফুটপাতের অবৈধ ৩০টি দোকান উচ্ছেদ চসিকের

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মহানগরীর ফয়েসলেক এলাকায় রাস্তা-ফুটপাতের উপর অবৈধভাবে গড়ে ওঠা ৩০টি ভাসমান দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

রবিবার (২২ আগস্ট) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এ অভিযান চালান।

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে ফয়েজ লেক এলাকায় রাস্তা-ফুটপাতগুলোতে অবৈধভাবে গড়ে ওঠা ৩০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। একইসঙ্গে মানুষের চলাচলের জন্য লোহার এঙ্গেল লাগিয়ে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

এ সময় সহযোগিতা করেন স্থানীয় প্রশাসন ও চসিকের নেতৃবৃন্দরা।