বঙ্গবন্ধুসহ শিশু রাসেলকে হত্যাকারীরা এখনো মাথাচাড়া দিয়ে ওঠার ষড়যন্ত্রে লিপ্ত: প্যানেল মেয়র

নগর প্রতিবেদক:

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র আবদুস সবুর লিটন বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে অভ্যুদয় একটি মহল সেদিন মেনে নিতে পারে নাই। এই মহলটি ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ শিশু রাসেলকে নির্মমভাবে হত্যা করেছিল। এরা এখনো মাথাচাড়া দিয়ে ওঠার ষড়যন্ত্রে লিপ্ত। এদের বিষ দাঁত ভেঙ্গে দেয়া এখন সময়ের দাবি।

সোমবার (১৮ অক্টোবর) সকালে বাটালিহিলস্থ নগর ভবনের সম্মেলন কক্ষে শেখ রাসেল’র জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস” শীষক প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার’র সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন চসিক সচিব খালেদ মাহমুদ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম সভাপতি বক্তব্যে বলেছেন, “শেখ রাসেল আমাদের কাছে বেদনার এক মহাকাব্যের নাম। যতদিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ থাকবে ততদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাথে শেখ রাসেলও বেঁচে থাকবে বাঙালীর হৃদয়ে।

বিশেষ অতিথির বক্তব্যে প্যানেল মেয়র আফরোজা কালাম বলেন, শেখ রাসেল’র জীবন থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের শিশু-কিশোররা দেশ গঠনের জন্য আগামিতে তৈরি হবে। যা দেশকে প্রধানমন্ত্রীর স্বপ্নের উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে।

এসময় আরও বক্তব্য রাখেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহিদুল আলম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেব বেলাল, সিবিএ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।উপস্থিত ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার, আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, মির্জা ফজলুল কাদের, সিবিএ সভাপতি ফরিদ আহমদ, সহ-সভাপতি জাহেদুল আলম চৌধুরী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী প্রমুখ।