বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন মাইজ পাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন (৭২) গতকাল ৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শনিবার (৯ অক্টোবর) বাদে জোহর পতেঙ্গা মাইজ পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান মেহেবুবের নেতৃত্বে পতেঙ্গা থানা পুলিশের একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ আলাউদ্দিনকে গার্ড অব অনার প্রদান করেন। একই সাথে সিএমপি কমিশনারের পক্ষে মরহুমের পুত্রের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেন পতেঙ্গা থানা পুলিশ।

তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ।

এ সময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান মেহেবুব ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এফ.এফ আকবর খান, পতেঙ্গা থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাগির হোসেনসহ সংসদের অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

এরপর মাইজ পাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।


জানাযায় অন্যান্যের মধ্যে অংশ নেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এফ.এফ আকবর খান, পতেঙ্গা থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাগির হোসেন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল গফুর, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহেদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা আবদুস সবুর, বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম টেন্ডল, বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মুবিন, বীর মুক্তিযোদ্ধা ফসিউল আলম, চসিক’র ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


উল্লেখ্য যে, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ আলাউদ্দিন।


বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এফ.এফ আকবর খান, পতেঙ্গা থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাগির হোসেনসহ সংসদের অধীন সকল বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।