ভোক্তা ও র‌্যাবের যৌথ অভিযানে ১২,২৪০ লিটার সয়াবিন উদ্ধারসহ ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

ভোজ্য তেলের সংকট তৈরির নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় চট্টগ্রাম নগরীতে ভোক্তা অধিকার সংরক্ষণ ও র‌্যাবের যৌথ অভিযান পরিচালনা করেছে।

রোববার (১৫ মে) সকাল সাড়ে ১১টায় নগরের সল্টগোলার ঈশান মিস্ত্রীর বাজারে মেসার্স আসাদ বাণিজ্যালয়ে র‍্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। এছাড়া ইপিজেড মাইলের মাথায় আরও একটি অভিযান পরিরচালনা করা হয়।

এ সময় সল্টগোলার মেসার্স আসাদ বাণিজ্যালয় ও ইপিজেড মাইলের মাথার মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ দোকানের গুদাম থেকে ১২ হাজার ২৪০ লিটার সয়াবিন ও পামতেল উদ্ধার করা হয়েছে।

এছাড়া আগের দামে কেনা সয়াবিন ও পামতেল নতুন দরে বিক্রি করায় সল্টগোলার ওই দোকানগুলোর মালিকদের আড়াই লাখ টাকা করে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে অংশ নেয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন বলেন, দোকান মালিক মো. ইলিয়াস হোসেন আগের কেনা অর্থাৎ ১৩৩ টাকায় সয়াবিন ও ১২৭ টাকায় পামতেল নতুন দরে বিক্রি করছিল। পাশাপাশি আমরা দোকানের গোডাউন থেকে ৬ হাজার ১২০ লিটার সয়াবিন ও পামতেল উদ্ধার করেছি। তাই দোকান মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পাশাপাশি আগের দরেই তেল বিক্রি করবেন এই মর্মে লিখিত অঙ্গীকার করেন বলেও যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ইপিজেড মাইলের মাথায় আরেকটি অভিযানে দোকানের মালিক আগের কেনা তেল নতুন দরে বিক্রি করায় তাকেও আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া দোকানের গোডাউন থেকে ৬ হাজার ১২০ লিটার তেল জব্দ করা হয়।