মোবাইলের হেড ফোনের জন্য মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করলো শ্রেয়া

নিজস্ব প্রতিবেদক :

৭ম শ্রেণির ছাত্রী।আদিনুর মিয়াজি শ্রেয়া। বয়স মাত্র ১৩ বছর। মোবাইল ফোনের হেডফোন না দেয়ায় মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রী শ্রেয়া আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

রবিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১০টায় নগরীর সদরঘাট আইস ফ্যাক্টরি রোডের ডিএম টাওয়ারের ১২ তলায় এ ঘটনা ঘটে।

আত্মহননকারী শ্রেয়া ওই এলাকার মো. সোলেমানের মেয়ে। সে চট্টগ্রাম নাছিরাবাদ গার্লস স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান নিহত শ্রেয়ার মায়ের দেয়া বক্তব্য বরাত দিয়ে বলেন, রবিবার মায়ের কাছে হেডফোন চান শ্রেয়া। কিন্তু তিনি মোবাইল ফোনে দিতে রাজি না হওয়ায় মায়ের ওপর অভিমান করে নিজ রুমে ঢুকে দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। শ্রেয়ার লাশ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।