মোবাইল ও টাকা চোরের সক্রিয় ৩ সদস্য গ্রেফতার: ৩টি মোবাইল ও ১০ হাজার টাকা উদ্ধার

চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গীবাজার এলাকার এক দম্পত্তির ঘর থেকে মোবাইল-টাকা চুরির পর ওই দম্পতির মামালার ভিক্তিতে অভিযানে নেমে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ এপ্রিল) ভোরে নগরের বাকলিয়া থানার বেড়া মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরিকৃত ৩টি মোবাইল সেট ও নগদ ১০ হাজার টাকাসহ চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন— মো. সাজ্জাদ হোসেন (১৯), মো. রুবেল (২৮) ও মো. বাচ্চু (৩০)। তিনজনেই নগরের বাকলিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ফিরিঙ্গীবাজার একটি বাড়ি থেকে জানালার গ্রিল ভেঙে এক দম্পত্তির ৩টি মোবাইল ও নগদ ২৫ হাজার টাকা চুরি করে চোর চক্রের সদস্যরা। বিভিন্ন কৌশলে মানুষের বাসা বাড়িতে চুরি করে, পরবর্তীতে চোরাইকৃত মালামাল বেচাকেনা করতো তারা।

কোতোয়ালী থানার এসআই মো. মোমিনুল হাসান জানান, গত ১৫ মার্চ ফিরিঙ্গীবাজার মসজিদ গলির সামশুল হকের বাড়ির জানালার গ্রিল ভেঙে এক দম্পতির ৩টি মোবাইল ও নগদ ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা আসামিরা। পরে এ ঘটনায় ভুক্তভোগীরা কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত করতে গিয়ে জানা যায়, চোর চক্রের সদস্যরা বাকলিয়ায় অবস্থান করছে।

তিনি আরও জানান, পরবর্তীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরিকৃত তিনটি মোবাইল সেট ও নগদ ১০ হাজার টাকাসহ চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।